টিভি২৪ বাংলা ডেস্ক : ওমান আল বাতিনা সোহার-এ বসবাসরত বাংলাদেশীদের নিয়ে, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের তৃতীয় শাখা হিসেবে নতুন আরেকটি শাখা যাত্রা করতে যাচ্ছে।
এলক্ষে বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান-৯৫ থেকে একটি আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
ওমান সরকারের একমাত্র অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান এর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয়’সহ কমিটির সকল সদস্যগনের সাথে আলোচনার মাধ্যমে, ওমান আল বাতিনা সোহারে মোহাম্মদ নাজিম উদ্দীনকে আহবায়ক কমিটির প্রধান করে, সামাজিক ও মানবিক কাজেে অগ্রগতি বৃদ্ধির জন্য এবং আল বাতিনা সোহার শাখার সদস্য সংগ্রহ করার অনুমতি দিয়ে মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ রবিউলকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আল বাতিনা সোহার শাখার আহবায়ক কমিটির অনুমতি দিয়ে। আল বাতিনা সোহার প্রবাসী বাংলাদেশীদের মানবিক কাজ করার সুযোগ করে দেয়ার জন্য আহ্বায়ক কমিটির সকল সদস্যগণ মহান মহান আল্লার প্রতি কৃতজ্ঞতা করেন।
এবং সেই সাথে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান- মাস্কাট এর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে এক বার্তায় বলেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি’র) মহোদয়ের আদেশক্রমে আল বাতিনা সোহার এরিয়ায় বসাবাসকারী সকল বাংলাদেশী সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি সহযোগিতার আহবান জানান। সেই সাথে বাংলাদেশী সাংস্কৃতি প্রচার প্রসারে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জলে সোশ্যাল ক্লাব আল বাতিনা সোহার শাখা কাজ করে যাবেন বলেও জানান।
এবং আল-বাতিনা সোহার অঞ্চলের বসবাসরত বাংলাদেশীদের মানবতার কল্যাণে কাজ করার লক্ষে, ক্লাবের সদস্য ফরম সংগ্রহ করে সদস্য হওয়ার আহবানও জানান তারা নেতৃবৃন্দ।