টিভি ২৪ বাংলা: ত্রাণ কার্যক্রমে এগিয়ে এসেছে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশন।
Watford Bangladeshi Association (WBA) তাদের চলমান ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও ফটিকছড়ি অঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া অসহায় মানুষের জন্য জরুরি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং ওষুধ সরবরাহ করেছে। এছাড়া প্রান্তিক পর্যায়ের পানিবন্দী মানুষের কাছেও ত্রাণ পৌঁছে দিয়েছে।
WBA এর পক্ষ থেকে জানানো হয়, তারা ত্রাণগ্রহীতাদের সম্মান ও গোপনীয়তা রক্ষার্থে তাদের ছবি তুলতে বিরত থেকেছেন। তবে সংগঠনের তরুণ ভলান্টিয়ারদের অনুপ্রাণিত করার জন্য কিছু ছবি তোলা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে এই মহৎ কাজে উৎসাহিত করবে।
বিশেষ করে মাদ্রাসা ও নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভলান্টিয়ার হিসেবে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তারা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন।
Watford Bangladeshi Association তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।