চট্টগ্রাম অঞ্চল

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা পরিচালকের মৃত্যু

  TV24@bangla ২৬ মে ২০২৫ , ১:০৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

টিভি২৪ বাংলা : চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা নুরুজ্জালাল (৪০) নামে এক মাদ্রাসা পরিচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে, নিহত মাওলানা নুরুজ্জালাল উত্তর ধৰ্মপুর জমিরিয়া গোলছাফা মাদ্রাসার পরিচালক। তিনি কর্মস্থলের পাশে কিছু জমিতে ধান চাষ করেছিলেন। উৎপাদিত ধান বৈদ্যুতিক পাখা দিয়ে ঝাড়তে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসা পরিচালককে মৃত ঘোষণা করেন।

এদিকে, মাদ্রাসা পরিচালক মাওলানা নুরুজ্জালাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, টিভি ২৪ বাংলা এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান।
আজ সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, মাওলানা নুরুজ্জালাল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্‌ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।